ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

ঢাকা: সপ্তাহ না পার হতে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজিতে ৪০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর আজিমপুর ও পলাশী বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ক্রেতা রাজিয়া সুলতানা বলেন, গত সপ্তাহে কাঁচামরিচ কিনেছিলাম ২০০ টাকা কেজি দরে। সপ্তাহ না ঘুরতেই কেজিতে বেড়েছে ৪০ টাকা। আজকে মরিচ কিনলাম ২৪০ টাকা। এভাবে যদি সব জিনিসের দাম বাড়তে থাকে আমাদের মতো মধ্যবিত্তদের না খেয়ে থাকতে হবে। গরিব মানুষের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন।  

আজিমপুর এলাকার একাধিক ভ্যানে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে।  

আজিমপুরের ভ্যান সবজি বিক্রেতা মো. সাইফুল বলেন, বন্যা আর বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। এখন কেজি বিক্রি করছি ২৪০ টাকায়। জোয়ারের মতো দাম বাড়ছে কাঁচা মরিচের। বাজারের সাপ্লাই বাড়লে আবার কমে যাবে।  

পলাশী বাজারের সবজি বিক্রেতা আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, বাজারে এখন কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা। তিন দিন আগে ৫কেজির পাল্লা কিনেছিলাম সাড়ে ৮শ’ টাকা। গতকালও কিনতে হয়েছে প্রতি পাল্লা সাড়ে ৯শ’ টাকা।  

দোকানিরা জানান, মরিচের সরবরাহ বাড়লে আবার দাম কমার সম্ভাবনা আছে। শুধু পেঁপে বাদে সব ধরনের সবজির দাম বাজারে বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এমএমআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।