ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
বিডিআর বিদ্রোহ: কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি শ‌হিদুল ইসলামের (৬৩) মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ‌হিদুল সাতক্ষীরার কালীগঞ্জ থানার নারায়ণপুর এলাকার আব্দুল করিম মণ্ডলের ছেলে। তার ক‌য়ে‌দি নং-৩৩২৩/এ। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা অবস্থায় বিকেলে শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কাশিমপুর কারাগার-২ থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাকে ২০১৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ হতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।  

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শ‌হিদুলের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।