ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বা‌লিয়াকা‌ন্দিতে শোক দিবসে স্কুলে হি‌ন্দি গান, তদন্ত ক‌মি‌টি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
বা‌লিয়াকা‌ন্দিতে শোক দিবসে স্কুলে হি‌ন্দি গান, তদন্ত ক‌মি‌টি 

রাজবাড়ী: জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের শাহাদাত বা‌র্ষিকী ও শোক দিবসের অনুষ্ঠানে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ধর্মতলা আদর্শ মাধ‌্যমিক বিদ‌্যালয়ে হিন্দি গান বাজানোর অভি‌যোগ উঠে‌ছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দি‌কে স্কুল বারান্দায় সাউন্ড সি‌স্টেম ব‌ক্সে হি‌ন্দি গান বাজা‌নোর ৩৯ সে‌কে‌ন্ডের এক‌টি ভি‌ডিওতে এমনটি দেখা গে‌ছে।

এতে দেখা যায়, বা‌লিয়াকা‌ন্দি জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে শোক দিবস পাল‌নের জন‌্য আনা সাউন্ড সি‌স্টেম ব‌ক্সে হি‌ন্দি গান বাজ‌ছে।

বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক কুমা‌রেশ বাছ‌াড় ব‌লেন, ‌হি‌ন্দি গান বাজানোর বিষ‌য়ে তি‌নি কিছুই জা‌নেন না। ত‌বে তি‌নি স্কু‌লে আসার পর থে‌কে দে‌শের গান ও বঙ্গবন্ধুর ভ‌াষণ বাজা‌নো হয়েছে।

নাম প্রকা‌শে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি ব‌লেন, সকাল ১০টার কিছুটা আ‌গে শোক দিব‌সের দি‌নে ধর্মতলা স্কু‌লে হি‌ন্দি গান বাজানোর বিষয়‌টি তার চো‌খে প‌ড়ে। ওই সময় তি‌নি হি‌ন্দি গান বাজানোর দৃশ‌্য তার মোবাইল ফো‌নে ধারন ক‌রেন। জা‌তীয় শোক দিব‌সের বিষয়‌টি সবার জানা। কিন্তু কিভা‌বে এক‌টি স্কু‌লে এমন ঘটনা ঘ‌টে। সেটা তার বোধগাম‌্য নয়।

বালিয়াকা‌ন্দি উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি ও উপজেলা চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ ব‌লেন, বিষয়‌টি তার জানা নাই, ত‌বে এরকম ঘটনা খুবই দুঃখজনক।

বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, স্কু‌লে হিন্দি গান বাজানোর বিষ‌য়‌টি জে‌নে শিক্ষ‌কদের কা‌ছে ব‌্যাখ‌্যা চাইলে, তারা ব‌লেন তারা স্কু‌লে আসার আগে হয়‌তো সাউন্ড চেক করার সময় এমন ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে তা‌দের উপ‌স্থি‌তি‌তে এমন কোনো ঘটনা ঘ‌টেনি। তারপরও সত‌্যতা যাচাই‌য়ের জন‌্য উপ‌জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা‌কে আহ্বায়ক ক‌রে তিন সদস‌্য বি‌শিষ্ট তদন্ত কমি‌টি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন দেওয়ার কথা র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ১৬ ঘণ্টা, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।