নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যুর এবং দুই জেলের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃতদের নাম পরিচয় জানাতে পারেনি।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বঙ্গোপসাগরের দমারচরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় ট্রলারটির ১০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ওই এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এসআই