ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৭ স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
শাহজালালে ৭ স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বারসহ মো. নিজাম নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিকেলে দুবাইফেরত দোহার একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

তিনি চট্টগ্রামের হাটহাজারির নাঙ্গলমোরা গ্রামের মো. মফিজের ছেলে।

জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা নিজামকে আটক করে স্বর্ণ থাকার কথা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে গ্রিন চ্যানেলে তার দেহ তল্লালি করে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর হাতে বহনকৃত প্লাস্টিকের ব্যাগ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া লাগেজ স্ক্যানিং করে ১৬ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল চারটি চুড়ি, তিনটি লকেট ও তিনটি আংটি। স্বর্ণালঙ্কারসহ উদ্ধারকৃত মোট স্বর্ণের পরিমাণ ৯০৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।