ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ডিমের আড়তসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
সিলেটে ডিমের আড়তসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট: বেশি দাম বিক্রির দায়ে সিলেটের লালবাজারে ডিমের আড়তদারি ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নিত্যপণ্যের দাম বেশি রাখা এবং রেস্তোরায় মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে আরও সিলেটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনব্যাপী বাজার তদরকিকালে, ডিমের আড়ৎ নিত্যপণ্যের দোকান ও রেস্তোরাসহ ১১ প্রতিষ্ঠানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন সিলেটের লালবাজার, লামাবাজার এবং হাউজিং এস্টেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্য করা মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় পণ্যসামগ্রী উৎপাদন ও পোলট্রি ব্যবসায়ীদের পাকা রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় জরিমানা গুনতে হয়।

এ কারণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নগরের লাল বাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা, লামাবাজারে দু’টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা এবং হাউজিং এস্টেট এলাকায় চার প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক আরোপিত জরিমানা আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়।

এছাড়া ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া এবং জনসচেতনতায় ভোক্তা ‍ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণের পাশাপাশি মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও মো. সেলিম মিয়া। অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাজার কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।