ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
রাঙামাটিতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটিতে পৃথক ঘটনায় মোহাজ্জেদ (৩) এবং জাহিদ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) জেলার লংগদু এবং রাজস্থলী উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।

জানা গেছে, রোববার দুপুরে লংগদু উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নের মারিশ্যার নতুন বাজার শাহ আলমের ছেলে মোহাজ্জেদ নিজ বাড়ির অদূরে খেলার সময় মাইনী নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিতে মৃত ঘোষণা করে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই দিনে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার ডোবা থেকে জাহিদ নাম এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু জাহিদ ওই এলাকার মোহাম্মদ কাউসারের ছেলে ।

মারা যাওয়া শিশুর নানা মো. মাকসুদ বলেন, আমার নাতী জাহিদ ও পাশের বাড়ির ছেলে আবির খেলা করার সময় পাহাড়ের নিচে ডোবায় পড়ে যায় জাহিদ। এরপর ডোবা থেকে নাতীকে উদ্ধার করে সুখ বিলাস সারজা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।