ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে মাল্টা বাগানের মালিককে পিটিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
ঝিনাইদহে মাল্টা বাগানের মালিককে পিটিয়ে হত্যা 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে মাল্টা বাগান পাহারা দেওয়ার সময় বাগানের মালিক মনু পাঠানকে (৬৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (২১ আগস্ট) রাতে ঝিনাইদহ উপজেলার ভাটিকাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

 

গ্রামবাসী জানান, রাতের খাবার খেয়ে ভাটিকাডাঙ্গা গ্রামের  বাড়ি থেকে একই গ্রামে নিজের মাল্টা বাগান পাহারা দিতে যান মনু পাঠান। বাগান পাহারা দেওয়ার সময় কেউ এসে তাকে কিল, ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তার চিৎকারে গ্রামবাসীকে এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যান। এসময় ঘটনাস্থলেই মনুর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মাল্টা চুরি করতে এসে তাকে মারধর করে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।