নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে ছাওড় ইউনিয়নের বেলঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলাবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক।
গ্রেফতাররা হলেন, কামাল হোসেন লিমন (২৭) ও তার স্ত্রী আনজু মানয়ারা (২৬)। তারা উপজেলার বেলঘরিয়া গ্রামের বাসিন্দা।
ওসি জহুরুল হক বাংলানিউজকে জানান, এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বেলঘরিয়া গ্রামে লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি গাঁজাসহ ওই দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। মামলায় গেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এফআর