ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, বারবার মূর্ছা যাচ্ছেন মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, বারবার মূর্ছা যাচ্ছেন মা

রাজশাহী: খেলতে খেলতে পুকুরে ডুবে প্রাণ গেল আড়াই বছরের এক শিশুর। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পরিবার।

 

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামে এই ঘটনা ঘটে।  

নিহত শিশুর নাম লাবিনা খাতুন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার চেয়ে ছোট ছিল লাবিনা খাতুন।

নিহতের বাবা ইব্রাহিম প্রামাণিক জানান, অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরের পাড়ে দুপুরে খেলা করছিল লাবিনা। খেলার সময় সবার অগোচরে হঠাৎ পা ফসকে পুকুরে পড়ে যায় তার মেয়ে। পরে লাবিনার মরদেহ ভাসতে দেখে তারা। এ সময় দ্রুত তাকে উদ্ধার করা হয়। একমাত্র কন্যার মৃত্যুতে এখন বারবার মূর্চ্ছা যাচ্ছেন তার মা জবেদা খাতুন ওরফে শারভানু। স্বজনদের আহাজারিও থামছে না।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ইউডি মামলা হবে বলেও জানান- এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময় : ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২ 
এসএস/ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ