ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যাগে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন সেনা কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ব্যাগে কুড়িয়ে পাওয়া নবজাতকের
দায়িত্ব নিলেন সেনা কর্মকর্তা আসমা খাতুন ছেলে নবজাতকটিকে কুড়িয়ে পেয়েছিলেন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মাঠের মধ্যে হাঁস আনতে গিয়ে ব্যাগের ভেতর কুড়িয়ে পাওয়া ছেলে নবজাতকটির দায়িত্ব নিয়েছেন এক সেনা কর্মকর্তা।  

বুধবার (২৪ আগস্ট) রাতে সুদানের শান্তিরক্ষা মিশনে কর্মরত ওই সেনা কর্মকর্তার স্ত্রী শিশুটিকে গ্রহণ করেন।

কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান, বেলকুচি উপজেলার বাসিন্দা ওই সেনা কর্মকর্তা নিঃসন্তান। তার ছোট ভাইও নিঃসন্তান। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক স্বচ্ছতলতা ও সামাজিক অবস্থান যাচাই-বাছাই করে তাদের কাছে নবজাতকটি দত্তক দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

আরও পড়ুন: মাঠে হাঁস আনতে গিয়ে ব্যাগে জীবন্ত নবজাতক পেলেন গৃহবধূ

এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকায় রেল লাইনের ধারে হাঁস আনতে গিয়ে একটি সিমেন্টের ব্যাগে নবজাতকটি দেখতে পান আসমা খাতুন নামে এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে সমাজসেবা অফিস। পরে শিশুটিকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।