ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ফরিদপুরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ফরিদপুর: ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ তিনি এ ঘোষণা দেন।

 

এসপি মো. শাহজাহান বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একত্রে কাজ করতে চাই। আমরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি ও সন্ত্রাসী কার্যক্রম একসঙ্গে চলতে পারে না। কেউ যদি রাজনীতিকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালায় তাকে ছাড় দেওয়া হবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্করসহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।