ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবারসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবারসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাতে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকক ব্যক্তিরা হলেন- শহরের কাজীপাড়া এলাকার মো. উদ্দিনের ছেলে মো. শফিউল আলম সাগর (২৪) ও খৈয়াসার এলাকার মৃত মো. শামসু মিয়ার ছেলে মান্না (২৫)।  

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার ঘাটুরা লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি রিভলবার ও অস্ত্র কেনার জন্য আনা নগদ আট হাজার ৫শ’ টাকাসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।