ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় রহিত (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর রহিত মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের রুবেল হোসেনের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বাংলানিউজকে জানান, শনিবার সকালে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল রহিত। সে সময় একটি ট্রলির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা রহিতকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রহিত মারা যায়।

ঘাতক ট্রলি জব্দসহ চালক হাসিবুল ইসলামকে (২৫) আটক করা হয়েছে। হাসিবুল একই উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার মোনছের গাইনের ছেলে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।