ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মো. আব্দুল্লাহ

ফরিদপুর: ফরিদপুরের সালথায় খাদের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু মৃত্যুর বিষয়ে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ওই ইউনিয়নের মোড়হাট গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের ব্যবসায়ী আবুল মাতুব্বরের একমাত্র ছেলে।

মৃত শিশুটির পরিবার জানায়, শনিবার সন্ধ্যার আগে আব্দুল্লাহকে বাড়ির উঠানে রেখে তার মা প্রায় ২০০ গজ দূরে সড়কের পাশে রোদে শুকানো পাটকাঠি পরিচর্যা করতে যান। কিছু সময় পর এসে তাকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় বাড়ির পেছনে ছোট একটি খাদের মধ্যে মাথা জাগিয়ে সামান্য পানিতে ভাসছে দেখা যায় আব্দুল্লাহকে। পরে শিশুটিকে উদ্ধার করে সালথা বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করা হয়।

গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু বলেন, আবুল-খাজিদা দম্পতির একটি মাত্র সন্তান আব্দুল্লাহর মৃত্যুতে শোকে কাতর পুরো পরিবার।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।