ঢাকা: রাজধানীর হাজারীবাগে রাস্তায় পড়ে থাকা সাদা রঙের একটি বাজারের ব্যাগ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে হাজারীবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল বলেন, খবর পেয়ে সকালে আরএস সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশের রাস্তা থেকে মরদরহটি উদ্ধার করা হয়। ব্যাগে ভরে কেউ সেটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এজেডএস/জেডএ