ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

আত্রাইয়ে বজ্রপাতে চা বিক্রেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
আত্রাইয়ে বজ্রপাতে চা বিক্রেতার মৃত্যু

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে আলাউদ্দিন (৪০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছ।  

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলা হাটকালুপাড়া ইউনিয়নের বিলসুতি মাঠে গরু আনতে গেলে এ বজ্রপাতের ঘটনা

ঘটে।

নিহত আলাউদ্দিন হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের গ্রাম পুলিশ নাছের উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন একজন চা বিক্রেতা। বাড়ির পাশে বিলসুতি মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে আসছিলেন তিনি। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় দুপুর ৩টার দিকে গরু আনতে মাঠে যাচ্ছিলেন। এসময় ঝড়ো-হাওয়ার সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।