ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

পঞ্চগড়: অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবারসহ বিভিন্ন অপরাধে পঞ্চগড়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরসহ ধাক্কামারা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।  

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, অপরিচ্ছন্ন পরিবেশ খাবার রান্না করায় এবং ভাঙা প্লেটে তা পরিবেশ করায় ধাক্কামারা এলাকার নিরব ক্লাসিককে পাঁচ হাজার, বাসি খাবার পরিবেশন করায় তানভির রেস্টুরেন্টকে তিন হাজার ও আমদানিকারকবিহীন বিদেশি পণ্য রাখার দায়ে স্বদেশ সুপার শপকে পাঁচ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

একই সঙ্গে সবাইকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।