ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গে প্রস্তুত এসএমপি ‘রায়ট কন্ট্রোল ডিল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গে প্রস্তুত এসএমপি ‘রায়ট কন্ট্রোল ডিল’

সিলেট: নগরে জনতার ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গে প্রস্তুত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ লক্ষে পুলিশের একটি বিশেষ টিম প্রস্তুত করা হয়েছে।

দাঙ্গা মোকাবিলায় ‘রায়ট কন্ট্রোল ডিল’র নামে ওই টিমের মহড়ায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট এসএমপি পুলিশ লাইন্সে ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগে আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত ব্রিফিং ও রায়ট ড্রিলের ধাপসমূহের বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হয়।

সিলেটের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের উপস্থিতিতে রায়ট কন্ট্রোল ডিল’র মহড়ায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা অংশ নেন। যেকোনো দাঙ্গায় ‘রায়টে’ পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগের ক্ষেত্রে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ সংক্রান্তে সবার উদ্দেশ্যে ব্রিফিং দেন পুলিশ কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি অ্যান্ড মিডিয়া) বি.এম. আশরাফ উল্যাহ তাহের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এছাড়া এসএমপি’র বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।