ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘুষ দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ঘুষ দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে দুদকের মামলা

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) এর নারায়ণগঞ্জের টহল টিমের সদস্যদের নগদ এক লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, মাদক ক্রয় ও বিক্রির অপরাধে মো. আমিরুল ইসলাম সঞ্জীবকে আইনের আওতায় না নেওয়ার জন্য ও গোপন রাখার জন্য র‍্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর টহল টিমের সদস্যদের নগদ এক লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি আনিছুর রহমানের বিরুদ্ধে দণ্ড বিধির ১৬৫-এ/৫১১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।