ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে খাবারের ৩ হোটেল মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
পঞ্চগড়ে খাবারের ৩ হোটেল মালিককে জরিমানা

পঞ্চগড়: নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধের দায়ে পঞ্চগড়ে খাবারের তিন হোটেল মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।  

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ খাবার তৈরি করাসহ পচা, বাসি খাবার পরিবেশনের দায়ে জেলা শহরের নিউ মৌচাক হোটেল মালিককে চার হাজার, নিউ বৃষ্টি হোটেল মালিককে এক হাজার ও নুর জাহান হোটেল মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সবাইকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।