বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত বারগুলোর মোট ওজন ১ কেজি ১১৬ গ্রাম।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ইছাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও একই গ্রামের আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম (২৫)।
বিজিবি জানান, ইছাপুর গ্রাম দিয়ে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের চালান যাবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, আটক আসামিদের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এসআরএস