ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে সেফটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
চিরিরবন্দরে সেফটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা মাবুদ (৩৫), সাইদুল (৩৮) ও আলতাব হোসেন (৪৫)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, আমেরিকা প্রবাসী মিলন নামে এক ব্যক্তির নির্মানাধীনের ভবনের কাজ চলছিল। কয়েকদিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ হয়। বুধবার সকালে শ্রমিক আলতাব সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। কিন্তু দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে মাসুদ এবং সাইদুলও নিচে যান।

পরে তাদের ফিরে না আসতে দেখে স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। এর পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অসুস্থ্য অবস্থায় আলতাফকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সকাল ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।