ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
শাহ আমানতে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ জব্দ সিগারেট

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।  

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে।

 

সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. জাসেদুল আলম নামের ওই যাত্রী ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৯১ ফ্লাইটে রাত আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ চ্যালেঞ্জ করে ৩০৩ ব্রান্ডের ২২৪ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেট ৩ হাজার টাকা হিসেবে যার বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

উদ্ধার সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা,  সেপ্টেম্বর ০৮, ২০২২
এআর/টিসি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।