ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

এনায়েতপুরে জালনোটসহ ৪ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
এনায়েতপুরে জালনোটসহ ৪ জন আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চৌহালী উপজেলার এনায়েতপুরে ৭০ হাজার টাকার জালনোটসহ চার জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুর জেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস সামাদ খাঁনের ছেলে নজরুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার পাইকানদারি পাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে নাজির (২৭), কিশোরগঞ্জ জেলার হাতরা পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে বাদল (২৬) ও একই জেলার চারিতলা পশ্চিম পাড়া গ্রামের শামচুল হকের ছেলে মাসুদ (২৮)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। এরমধ্যে ৫৫টি ১ হাজার টাকার ও ৩০টি ৫শ টাকার নোট ছিল।   নোটগুলো মেশিন দিয়ে শনাক্ত করা হয়েছে।

ওসি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
জেডএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।