ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাঠে পড়ে ছিল ইজিবাইকচালকের মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
মাঠে পড়ে ছিল ইজিবাইকচালকের মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

মেহেরপুর: ৯৯৯-এ কল পেয়ে মেহেরপুরের ময়ামারীর মাঠের একটি লিচু বাগান থেকে জামাল উদ্দীন ফকির (৫০) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
জামাল উদ্দীন গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ঘুনাপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে হেরোইন সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

রামকৃষ্ণপুর-ধলার সাবেক মেম্বর রুহুল আমিন কালু বলেন, জামাল ফকির মূলত মাদক সেবন করতেন। তার পেশা ছিল ইজিবাইক চালানো। তার তিন মেয়ে ও স্ত্রী আছে।

মেহেরপুর এএসপি (সার্কেল) অপু সরোয়ার বলেন, ৯৯৯ ফোন কল পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।