ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

তাড়াশে ভটভটি-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
তাড়াশে ভটভটি-অটোভ্যান সংঘর্ষে নিহত ১ প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হামকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন হামকুড়িয়া গ্রামের মৃত আজিজলের ছেলে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির জানান, বিকেলে তাড়াশ লিংক রোড থেকে একটি অটোভ্যান হামকুড়িয়া এলাকায় মহাসড়কের পাশ দিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী আলাউদ্দিন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্থান্তর করে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।