ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

রাজশাহী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন।  

সোমবার (১২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে তার এ সফরসূচির কথা নিশ্চিত করা হয়েছে।



এতে বলা হয়, আগামী মঙ্গলবার সকাল পৌনে ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আকাশপথে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন।  

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী এদিন সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সে ‘পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’র উদ্বোধন করবেন। পরে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সকাল পৌনে ১১টায় মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে অংশ নেবেন। তিনি বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।  

এদিন সন্ধ্যায় মন্ত্রী আবারও ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।