ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

৯৯৯ নম্বরে ফোন দিয়ে রক্ষা পেলেন নারী, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
৯৯৯ নম্বরে ফোন দিয়ে রক্ষা পেলেন নারী, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।   সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়।

 

রোববার (১১ আগস্ট) দিবাগত রাতে তাদেরকে ফতুল্লার ভুইগড় গিরিধারাস্থ কামাল হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় এক নারীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলার সদর থানার দক্ষিন পাতেল শাহ গ্রামের সাদেক আলীর পুত্র মো. ওমর ফারুক (২২), তার বোন শারমীন(২৫) ও মৃত মিজানের পুত্র মামুন হোসেন(২২)।

এ ঘটনায় উদ্ধার হওয়া নারীর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা বলেন, রোববার ( ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়। এসময় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।