ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
বড়াইগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দুইটি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বাংলানিউজকে জানান, আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বনপাড়া থেকে ঢাকাগামী আর কে আর পরিবহন ও ঢাকা থেকে বনপাড়াগামী আবির এক্সপ্রেস নামে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইটি বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে কেউ নিহত হননি। তবে দুই বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

তিন আরও জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ