ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে’

ঢাকা: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় রাষ্ট্রপতি তার কার্যালয়ে বিদায়ী হাইকমিশনারকে স্বাগত জানান।

সাক্ষাতের সময় বাংলাদেশ হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উষ্ণ বার্তা পৌঁছে দেন।

দুই দেশের ঐতিহাসিক বন্ধনের ওপর জোর দিয়ে ভারতীয় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনে এ সম্পর্ক সদিচ্ছা, বিশ্বাস, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আরও জোরদার হবে। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল ভারত সফরসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুসংহত করেছে।

বিদায়ী হাইকমিশনার তার দায়িত্বের সময় সর্বাত্মক সমর্থনের জন্য দেশটির সরকার এবং ভারতবাসীকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বিদায়ী হাইকমিশনার আশা প্রকাশ করেন, ভারতের রাষ্ট্রপতি তার সুবিধামতো বাংলাদেশ সফর করবেন। ভারতের রাষ্ট্রপতি হাইকমিশনারকে তার মেয়াদে ভূমিকার জন্য প্রশংসা করেন। তিনি আগামী দিনে তার সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
টিআর/আরবি
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।