মৌলভীবাজার: তিন মাস বয়সী একটি শিশু চুরি হয়ে গিয়েছিল শ্রীমঙ্গল থেকে। অপহরণকারীরা এই শিশুটিকে নিয়ে গিয়েছিল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ উদ্ধার হওয়া এ শিশুটিকে শ্রীমঙ্গলে নিয়ে আসে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার কালীগঞ্জ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে তাদের থানায় রাখেন। এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের মো. শিমুল হোসেন ও ইয়াসমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, শিশুটির মা ভিক্ষাবৃত্তি করতেন। গত ১০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বাসিন্দা কোহিনুর প্রতিদিনের মতো তার শিশুটিকে কোলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছিলেন। হঠাৎ শিমুল ও ইয়াসমিন নামের দুই পথচারী কোহিনুরের কোলের শিশুটিকে আদর করার এক ফাঁকে দৌড়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও কোহিনুর তার কোলের শিশুটিকে না পেয়ে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, কোহিনুরের অভিযোগের ভিত্তিতে আসামিদের কালীগঞ্জ থানার পুলিশের সহায়তায় আটক করা হয় এবং আমাদের খবর দিলে আমরা কালীগঞ্জ থেকে আসামিদের নিয়ে আসি। শিশুটিকে তার মার হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
অচেনা বা অপরিচিত কোনো মানুষের কাছে কোনো কোলের শিশুদের না দেবার জন্য পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
বিবিবি/কেএআর