ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
বান্দরবানে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে কানিজ ফাতেমা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ফাতেমা একই এলাকার মো. এনাম উদ্দিনের স্ত্রী।

জানা যায়, আট মাস আগে ফাতেমার সঙ্গে এনামের বিয়ে হয়। মঙ্গলবার রাতে হঠাৎ এনামের পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা তাদের ঘরে গিয়ে দেখতে পান ঘরের চালের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফাঁস দিয়ে ফাতেমার দেহ ঝুলে আছে।

আজিজ নগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এনামুল হক ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।