ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ভেজাল সার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
জয়পুরহাটে ভেজাল সার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট: জয়পুরহাটে ক্রপটেক বাংলাদেশ নামে কৃষিপণ্য উৎপাদনকারী একটি কোম্পানিকে ভেজাল সার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় পরিচালিত কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয় ও পরীক্ষার জন্য কিছু স্যাম্পল পণ্য জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আমরা ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করি।

এ সময় ক্রপটেক বাংলাদেশ নামে কৃষিপণ্য উৎপাদনকারী একটি কোম্পানিকে ভেজাল সার তৈরির অভিযোগ ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষার জন্য কিছু স্যাম্পল পণ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।