ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
নওগাঁয় আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁ: বাস শ্রমিক ও অটোরিকশাচালকের দ্বন্দ্বের জেরে নওগাঁ কেন্দ্রীয় টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মালিক-শ্রমিকরা।

জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গতকাল বিকেলে বালুডাঙ্গা টার্মিনালে বাস শ্রমিকের একজনকে মারধর করে অটোরিকশা চালকরা। এর জেরে আজ সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা।

সাধারণ সম্পাদক আরও জানান, বিষয়টি নিয়ে এরইমধ্যে বাস শ্রমিক সমিতি ও অটোরিকশা চালকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে বাস চলবে কিনা। আপাতত বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে এ বিষয়ে অটোরিকশা চালকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।