নীলফামারী: এবার নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ধরা পড়েছে ৯১ কেজি ওজনের বাঘাইড় মাছ। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারাজের উজানে খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া এলাকায় জালাল উদ্দিন নামে স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে।
ডালিয়া বাজারের মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, ‘উপজেলার পাগলপাড়ার তিস্তা এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জালাল উদ্দিন। ৯১ কেজি ওজনের মাছটি সেখান থেকে ৮০০ টাকা কেজি দরে ৭২ হাজার টাকায় কিনে নীলফামারী জেলা সদরের বাজারে নিয়ে আসি। এখানে দেড় হাজার টাকা কেজি দরে ৯২ জনের কাছে এক লাখ ৩৮হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। এ রকম মাছ সচরাচর পাওয়া যায় না। এজন্য চাহিদাও অনেক। ’
স্থানীয়রা জানান, এর আগে গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর এদিন ৯১ কেজির মাছ ধরা পড়ল। তিস্তা নদীতে আগে কখনো এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে মানুষ ভিড় করছে।
নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার বলেন, তিস্তা, যমুনা, পদ্মা নদীতে বাঘাইড় মাছ পাওয়া যায়। খেতে অনেক সুস্বাদু। এর আগে এত ওজনের না হলেও কম ওজনের বাঘাইড় পাওয়া গিয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এমইউএম/এমএমজেড