কুষ্টিয়া: কুষ্টিয়াতে দুই যুগ আগের (১৯৯৮ সাল) স্থানীয় সরকার প্রকৗশলী অধিদপ্তরের (এলজিইডি) দুইটি চেক জালিয়াতি করে সরকারের সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের দায়ে দুদকের করা মামলায় তিনজনের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত এ রায় দেন।
এ ঘটনায় এলজিইডি কুষ্টিয়া অফিসের পিয়ন আব্দুল মতিনকে (৬৫) ছয় বছর, মসজিদের ইমাম ও কারী মো. আবুল কাশেমকে (৭০) চার বছর সশ্রম কারাভোগসহ পৃথকভাবে ১৮ লাখ টাকা করে জরিমানা এবং হিসাব রক্ষক (অবসরপ্রাপ্ত) সাফায়েত হোসেনকে (৭৫) দুই বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এফআর