বরিশাল: মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে গত তিন ধরে নিখোঁজ জেলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে মেঘনা নদীর হিজলার লক্ষ্মীপুর মতিরহাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. হাবিব (১৬) হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। হাবিব উপজেলার আবদুল ছাত্তার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, গত ১২ সেপ্টেম্বর বিকেলে হাবিব আরও ৬ জন জেলের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় করে মেঘনা নদীতে মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার সময় প্রচন্ড ও টেউ স্রোতের কারণে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। তখন সঙ্গে থাকা জেলেরা অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পায়নি।
মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর লক্ষ্মীপুর মতিরহাট এলাকায় সিমেন্ট ফ্যাক্টরের কাছে তার মরদেহ ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। কোষ্টগার্ডের কাছ থেকে খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
হাবিবেব চাচা সেলিম তালুকদার জানান, তার ভাই দৃষ্টি প্রতিবন্ধী। তাই
পড়াশুনার ফাঁকে ফাঁকে ভাতিজা হাবিব নদীতে মাছ শিকার করতো। হাবিবের মৃত্যুতে পরিবারটি এখন বিপাকে পড়বে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএস/এসএ