ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনার ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনার ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ: সোয়া তিন ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা ও জারিয়ার ট্রেন চলাচল শুরু হয়েছে।  

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রেলপথের চলাচল স্বাভাবিক হয়।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কয়েক ঘণ্টার জন্য ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা ও জারিয়ার ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা আটকা পড়ে ছিলেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।  

এর আগে দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ নগরীর পালপাড়া বলাশপুর জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের মালবাহী ও যাত্রীবাহী (এসএলআর) বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা ও জারিয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে সোয়া তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে চলাচল স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।