ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পরিবহন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি সময়ের দাবি: শাজাহান খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
পরিবহন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি সময়ের দাবি: শাজাহান খান

সিলেট: পরিবহন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি সময়ের দাবি। এই দাবিতে দেশের সব পরিবহন মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সভাপতি শাজাহান খান এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পরবর্তী দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করছেন। পরিবহন মালিক-শ্রমিকদের জীবন-জীবিকার উন্নয়নেও সরকার আন্তরিক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-বি-১৭২৪) সিলেট বিভাগ কমিটির নব-নির্বাচিত নেতাদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, শ্রমিকদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। শ্রমিকরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা থাকলে বাংলাদেশ থাকবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগ কমিটির আহ্বায়ক হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির কার্যকরি সভাপতি মো. দিলু মিয়া।

উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মো. সুজাউল কবির, হাজী মো. রুনু মিয়া মঈন, মো. আব্দুল মুহিম, মো. আব্দুল ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান ওদুদ, মো. জাকারিয়া আহমদ, মো. নুরুল হক, মো. আলী আকবর রাজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. আব্দুল শহীদ। এছাড়াও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।