ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
পঞ্চগড়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: নোংরা পরিবেশে খাবার তৈরি ও ফামের্সিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পঞ্চগড় শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবারর (২০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্বে ছিলেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে পঞ্চগড় বাজারের কুমিল্লা সুইটসকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দীপ্তি ফামের্সিকে দুই হাজারসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।