ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাজিরায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
জাজিরায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

শরীয়তপুর: পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো শরীয়তপুরের জাজিরায় প্রকল্প বস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলা প্রকল্প বস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ সময় জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম বলেন, সারা দেশের মতো জাজিরাতেও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করা হয়। আমাদের ন্যায্য দাবি নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একাত্বতা পোষণ করলেও সেগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্য সারা দেশে আমাদের এ কর্মসূচি পালন করা হয়। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন তারা অর্ধবেলা কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।