ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় জিন্নাত আলী (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।

তিনি জানান, সকালের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাংলাদেশ টোবাকো কোম্পানির (বিটাক) সামনে এ দুর্ঘটনা ঘটে। হেলপার ট্রাকটি চালাচ্ছিল। ঘটনার সময় জিন্নাতসহ কয়েকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ট্রাকটি তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জিন্নাত। এ সময় আহত হন আরও চারজন।  খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকের হেলপার জিহাদ খানকে (১৮) আটক ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

মৃত জিন্নাত আলীর শ্যালক সানোয়ার হোসেন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তার দুলাভাই একটি কোম্পানির সুপারভাইজার ছিলেন। থাকতেন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাতেই। ঘটনার সময় তিনি বাসা থেকে হেঁটে অফিসে আসতেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।