ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

নোংরা পরিবেশ, উল্লাপাড়ায় দুই বেকারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
নোংরা পরিবেশ, উল্লাপাড়ায় দুই বেকারিকে জরিমানা

সিরাজগঞ্জ: নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই বেকারি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্বে ছিলেন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

বাংলানিউজকে তিনি জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস্ অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নকল লোগো দিয়ে বিস্কুট-কেক তৈরির অভিযোগে রিফা ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারির মালিককে ২০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ও নোংরা পরিবেশে দই, ঘি ও মিষ্টি তৈরির অভিযোগে কাঞ্চন দই-মিষ্টি ঘরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।