ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেনে পুলিশের অভিযান, জব্দ ২৬ কেজি গাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
চলন্ত ট্রেনে পুলিশের অভিযান, জব্দ ২৬ কেজি গাজা

ঢাকা: চট্টগ্রাম থেকে ঢাকায় আসা অবস্থায় চলন্ত তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা জব্দ করেছে রেলওয়ে ডিবি পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছানোর সময় অভিযানটি পরিচালিত হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌ফেরদাউস আহ‌মেদ বিশ্বাস।

তিনি বলেন, ঢাকা জেলা রেলওয়ে ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে গাঁজা পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ট্রেনটিতে অভিযান চালায় ডিবি।

ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি আসলে চলন্ত ট্রেনের কোচ নং-১০৩০ এর বাংকারের ওপর থেকে মালিকবিহীন ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। যেসব গাঁজা জব্দ করা হয়েছে, তার মূল্য পাঁচ লাখ টাকার বেশি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।