ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বজ্রাঘাত থেকে রক্ষায় তালবীজ রোপণ রিকশাচালক তারা মিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বজ্রাঘাত থেকে রক্ষায় তালবীজ রোপণ রিকশাচালক তারা মিয়ার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে তালবীজ রোপণের উদ্যোগ ‘রিকশাচালক তারা মিয়া’।

 শনিবার (২৪ সেপ্টেম্ব) দিনব্যাপী দুর্গাপুর ইউনিয়নের তিনআলী গ্রামে এ বীজ রোপণ করা হয়।


এ সময় তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সমাজসেবক রমিজ উদ্দিন প্রমুখ।  

রিকশাচালক তারা মিয়া বলেন, আমি মানুষের কাছে শুনেছি- তালগাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। সেই থেকেই আমি বিভিন্ন এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে রোপণের কাজ শুরু করি। আমি দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ,মাদরাসা, কবরস্থান ও শশ্মানঘাটে তালবীজ, ঔষধি ও ফলদ বৃক্ষ রোপণ করছি এবং করে যাব সাধ্যমতো।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।