ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশ দেখে দৌড় দিল যুবক, পরে নিখোঁজ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
পুলিশ দেখে দৌড় দিল যুবক, পরে নিখোঁজ!

ঢাকা: ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশের রাস্তায় পুলিশ দেখে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নর্দমায় পড়ে নিখোঁজ হন। এমনটি দাবি করেছেন ওই স্থানে থাকা কয়েকজন।

সে সময় ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিকাইল মোল্লা বিষয়টি অস্বীকার করেছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সাগর নামে এক ব্যক্তি জানান, পুলিশ দেখে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওই নর্দমায় পড়ে যান বলে আমি জানতে পেরেছি। সেই স্থানে পুলিশ তাকে এখনও খুঁজছে। ছেলেটার বয়স ২২-২৩ বছর হবে। তার পরনে ছিল প্যান্ট-শার্ট।

ঘটনাস্থল থেকে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক যখন দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন পুলিশ তার পিছু নেয়।

এ বিষয়ে বিকেল পৌনে ৫টার দিকে এএসআই মিকাইল মোল্লা জানান, এক ব্যক্তি দৌড়ে পালিয়ে গেছেন। এখানে নর্দমার পড়ার কিছু নাই। সেটা ময়লাযুক্ত নর্দমা, পানি খুবই সামান্য।

কেন দৌড় দিয়ে তিনি পালিয়ে গেছেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, সেখানে একটি ইউনিট পাঠানো হয়েছে। আমাদের জানানো হয়েছে হাজী ক্যাম্পের পাশের রেল লাইনের নিকট ম্যানহোলে একটা লোক পড়ে গেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটা ছেলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নর্দমায় পড়ে গেছেন বলে শুনেছি। তবে সেটা সঠিক কিনা জানিনা। ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেছি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ