ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৌকাডুবিতে প্রাণহানি, চীন-রাশিয়ার শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
নৌকাডুবিতে প্রাণহানি, চীন-রাশিয়ার শোক

ঢাকা: পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার চীন ও রাশিয়ার দূতাবাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পৃথক বার্তায় শোক প্রকাশ করা হয়।

ঢাকার রাশিয়ার দূতাবাস এক শোক বার্তায় উল্লেখ করেছে, পঞ্চগড়ে ৫০ জনের বেশি তীর্থযাত্রীর প্রাণহানির দুর্ঘটনায় বাংলাদেশে রাশিয়ার দূতাবাস শোক প্রকাশ করছে। প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত স্বজনদের আর সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

দূতাবাস আশা করে যে, নিখোঁজ সব তীর্থযাত্রী অদূর ভবিষ্যৎে উদ্ধার হবেন।

এদিকে ঢাকার চীন দূতাবাস থেকেও নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ে এক নৌকাডুবিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।