ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবুধাবিতে ৩১ লাখ টাকা ফেরত দিয়ে পুরস্কৃত কুমিল্লার লিটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
আবুধাবিতে ৩১ লাখ টাকা ফেরত দিয়ে পুরস্কৃত কুমিল্লার লিটন

কুমিল্লা: সম্প্রতি আবুধাবিতে কার ওয়াশ ফ্যাক্টরিতে একটি ব্যাগের মধ্যে পাওয়া আবুধাবির এক লাখ দিরহাম (বাংলাদেশি ৩০ লাখ টাকা) এবং কয়েকটি মোবাইল ফোন পেয়ে ফেরত দিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইউসুফ লিটন।  

এ টাকা ফেরত দেওয়ায় দুবাই পুলিশের পক্ষ থেকে লিটনকে সম্মাননা স্মারকের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

ইউসুফ লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি দুবাইয়ের স্বনামধন্য একটি কার ওয়াশ কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

লিটনের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার ইউসুফ লিটনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দুবাই পুলিশের ডিরেক্টর অব ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মেজর জেনারেল মো. সুহাইল আল রশিদী। এসময় আরও উপস্থিত ছিলেন ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল মুসলিম আল আমিনি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাইরেক্টর মেজর রশিদ খালাফ আল দাহেরি, দুবাই ট্যুরিস্ট পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রশিদ মোহাম্মদ আল মুহাইরি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।