ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে মিশুক চালক হত্যা মামলার আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, অক্টোবর ৩, ২০২২
না.গঞ্জে মিশুক চালক হত্যা মামলার আসামি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মিশুক চালক কায়েস হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আল আমিন হোসেন ওরফে লিমন ওরফে রিমনকে (২০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩ অক্টোবর) র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ অক্টোবর বন্দরের নরপদি এলাকা থেকে নিখোঁজ মিশুক চালক কায়েসের হাত-পা, মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ বন্দর থানা পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার ভোরে র‌্যাব অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানাধীন তল্লা এলাকা থেকে রিমনকে আটক করে। রিমন বন্দরের তিনগাঁও এলাকার নাছির উদ্দিন বিটলের ছেলে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।